ঢাকা, বাংলাদেশ ১৭ মে, ২০২৪

শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন মুক্তিযোদ্ধারা

প্রকাশিত: 07:56 AM, 30 October 2023

শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন মুক্তিযোদ্ধারা

শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিনিধি :

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ময়মনসিংহে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩০ জন শিক্ষার্থীকে যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক উপসচিব ড. মোহাম্মদ নূরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, জেলা শিক্ষা অফিসার মোহসিনা খাতুন, সহকারী কমিশনার এসএম নাজমুস ছালেহীন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।

 

এ সময় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অভিজ্ঞতা বর্ণনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন- বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব।

 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
মো: নুহ আলম বিপ্লব
Email: news@adhuniksomoy.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || AdhunikSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললেন নোবেলজয়ী মালালা শিরোনাম পদোন্নতি পেয়ে এসপি হলেন ১৭৭ কর্মকর্তা শিরোনাম ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া শিরোনাম বিএনপি নাম্বার ওয়ান ‘কাপুরুষ’: ওবায়দুল কাদের শিরোনাম যার বুদ্ধিতে টাইমড আউটের আবেদন করেন সাকিব শিরোনাম তবে কি ভাঙছে ঐশ্বরিয়ার সংসার?