ঢাকা, বাংলাদেশ ১৭ মে, ২০২৪

বিএনপি-জামায়াতের অবরোধ

প্রকাশিত: 12:32 PM, 05 November 2023

বিএনপি-জামায়াতের অবরোধ

বিএনপি-জামায়াতের অবরোধ

নিজস্ব প্রতিনিধি :

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ১ম দিন ছিল রোববার। এদিনে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, পিকেটিং, ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে অবরোধ সমর্থনকারীরা। এদিকে অবরোধ চলাকালে জেলা-উপজেলা শহরে সবকিছুই মোটামুটি স্বাভাবিক ছিল। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : 

 

ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা দেছে। গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ সদস্যরা ভোর থেকে মহাসড়কে টহলে নিয়োজিত রয়েছেন। নাশকতা প্রতিরোধে তারা সব সময় তৎপর। দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় দশমিনা-কালাইয়া বন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খাঁন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ রহিম রাফেদ।

 

ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। কমলগঞ্জে অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হয়নি। মাঠেও দেখা যায়নি অবরোধ আহ্বানকারী কোনো দলের পিকেটিং। প্রতিদিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশের। সড়কে দূরপাল্লার বাস ছাড়াও সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে নিজ কর্মস্থলে যাতায়াত করে। ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল। কুড়িগ্রামে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে প্রধান প্রধান সড়কগুলোতে যৌথবাহিনী টহল শুরু করে।

 

চিলমারী নৌবন্দর থেকে শ্যালো নৌকা ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। রেলওয়ে স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস। এছাড়া লোকাল ও দূরপাল্লার বাস চলাচল শুরু না হলেও যাত্রীরা অটোরিকশা বা সিএনজিতে চলাচল করেন। অবরোধকালীন সময়ে রোববার বিকাল পর্যন্ত জেলা বিএনপি বা বিরোধীদলের কোনো কার্যক্রম চোখে পরেনি। হবিগঞ্জে অবরোধ আতঙ্কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ছোটখাটো যানবাহনসহ সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এদিকে অবরোধে বিভিন্ন সড়কে বিএনপির কর্মীরা ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

 

এর মধ্যে আজমিরীগঞ্জ সড়কে যুবদলের উদ্যোগে লাঠি হাতে ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। নাটোরে মহাসড়কের একডালা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা ভিপি সানোয়ার হোসেন তুষার, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল রনি ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম। এ সময় তারা সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা ফটকে তালা ঝুলিয়ে দেন। আনোয়ারায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন হেলাল উদ্দিনের সমর্থকরা ঝটিকা মিছিল করেছে। মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জাভেদ মাসুদ মিলটনের নেতৃত্বে রাত পোহানোর আগেই মিছিল করেছে। গাংনীর হাট বোয়ালিয়া সড়কে তাদের বিক্ষোভ মিছিলের শব্দে মানুষের ঘুম ভাঙে।

 

মিছিলে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, জেলা যুবদলের সম্পাদক কাউসার আলী উপস্থিত ছিলেন। ফরিদগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল শেষে সড়কে টায়ার জ্বালানো হয়। মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক সড়কের চাঁদনীঘাট এলাকায় বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপি সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান।

 

এদিকে চৌমুহনী, শমশেরনগর রোড, কুসুমবাগ, কুলাউড়া রোডসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর খান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার। মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিল বেশ ঢিলেঢালা ভাব। দূরপাল্লার যানবাহন না থাকলে ও চট্টগ্রাম-বারইয়াহাট এবং ফেনী রুটের অন্য গাড়ি চলাচল করতে দেখা গেছে। সকালে বড়তাকিয়া অংশে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী সমর্থিতরা মিছিল করেছে।

 

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের শিবগঞ্জ ইসরাইল মোড় এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে। এ সময় অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আমতলীতে তুলাতলা নামক স্থানে অবরোধের সমর্থনে সড়কের টায়ার জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এ ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
মো: নুহ আলম বিপ্লব
Email: news@adhuniksomoy.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || AdhunikSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললেন নোবেলজয়ী মালালা শিরোনাম পদোন্নতি পেয়ে এসপি হলেন ১৭৭ কর্মকর্তা শিরোনাম ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া শিরোনাম বিএনপি নাম্বার ওয়ান ‘কাপুরুষ’: ওবায়দুল কাদের শিরোনাম যার বুদ্ধিতে টাইমড আউটের আবেদন করেন সাকিব শিরোনাম তবে কি ভাঙছে ঐশ্বরিয়ার সংসার?