ঢাকা, বাংলাদেশ ১৭ মে, ২০২৪

হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন মালালা

প্রকাশিত: 07:43 AM, 11 October 2023

হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন মালালা

হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন মালালা

নিজস্ব প্রতিনিধি :

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই এবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলকে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সামাজিকমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভির।

 

মালালা ইউসুফজাই বলেন, ‘যুদ্ধের সময় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতপূর্ণ অঞ্চলে সব শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি অবিলম্বে হামাস-ইসরায়েলে মধ্যে চলমান যুদ্ধে বিরতির আহ্বান জানাচ্ছি। আমি যখন সহিংসতা এবং সন্ত্রাস দেখেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ১১ বছর। মর্টার শেলের শব্দে আমরা জেগে উঠেছিলাম, বোমায় আমাদের স্কুল ও মসজিদ ধ্বংস হতে দেখেছি।’ 

 

যুদ্ধ কখনই শিশুদের রেহাই দেয় না জানিয়ে মালালা আরও বলেন, ‘যারা ইসরায়েলে নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছেন, যারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন এবং গাজায় খাবার ও পানি ছাড়া এখন তারা কঠিন সময় পার করছেন। পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষিত সমস্ত শিশু এবং মানুষের জন্য আজ আমি শোকাহত।’

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
মো: নুহ আলম বিপ্লব
Email: news@adhuniksomoy.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || AdhunikSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললেন নোবেলজয়ী মালালা শিরোনাম পদোন্নতি পেয়ে এসপি হলেন ১৭৭ কর্মকর্তা শিরোনাম ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া শিরোনাম বিএনপি নাম্বার ওয়ান ‘কাপুরুষ’: ওবায়দুল কাদের শিরোনাম যার বুদ্ধিতে টাইমড আউটের আবেদন করেন সাকিব শিরোনাম তবে কি ভাঙছে ঐশ্বরিয়ার সংসার?